ইসরায়েল-ফিলিস্তিনের ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ফের উত্তেজনা শুরু হয়েছে অঞ্চলটিতে। গতকাল বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিস্ফোরকবাহী বেলুন দিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকরা। এর জবাবে যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে দুই পক্ষের এসব হামলা অবকাঠামোর ক্ষতি হলেও কারও প্রাণহানি হয়নি।
সিএনএনের দাবি, গত মঙ্গলবার ও বুধবার বেলুন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাব দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ শক্তভাবে মোকাবেলা করা হবে।
হামাস যেসব বেলুন দিয়ে হামলা চালাচ্ছে তা দেখতে সাধারণ বেলুনের মতোই। তবে তার সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে বিস্ফোরক। ভূমধ্যসাগরের বাতাস গাজা থেকে এসব বেলুন উড়িয়ে নিয়ে যাচ্ছে ইসরায়েলের ভূখণ্ডে।
বিডি প্রতিদিন/ফারজানা