২৩ জুন, ২০২১ ০০:৩৯

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষে নিহত ৬

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষে নিহত ৬

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জান্তাবিরোধীদের ৪ জন ও সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দেশটির মান্দালাইয়ের চান মা থার্সি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

জান্তার তথ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, চান মা থার্সি শহরে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনার সময় ছোট অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড হামলার মুখে পড়ে। এ অভিযানে দুজন সেনা নিহত হন। এছাড়া অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় চারজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। এছাড়া অস্ত্র, গোলাবারুদসহ আটজনকে আটক করা হয়েছে।

রাজনৈতিক বন্দীদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন বলেছে, মিয়ানমারে ফেব্রুয়ারির পর থেকে এ পর্যন্ত পুলিশের গুলিতে কমপক্ষে ৮৭০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সূত্র: দ্য হিন্দু

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর