২৫ জুন, ২০২১ ২০:০০

সৌদি জোটের বিমান ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

সৌদি জোটের বিমান ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা

ফাইল ছবি

সৌদি আরবের 'খামিস মাশিতের' একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্রবাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে এমন খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর সিনহুয়া ও পার্সটুডের।

ইয়াহিয়া সারি বলেছেন, আগ্রাসন ও অন্যায় অবরোধের জবাবে আজ শুক্রবার ভোররাতে 'কাসেফ : টু-কে' ড্রোনের সাহায্যে 'খামিস মাশিতের' সৌদি বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। ওই ঘাঁটিটিকে সেনা প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করতো সৌদি জোট।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী সৌদি জোটের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সারি বলে দাবি করেন। তার দাবি আল-বাদিয়া নামক ওই ঘাঁটিতে ড্রোন হামলায় সৌদির ৫ সেনাসহ ৬০ জনেরও বেশি ভাড়াটে সেনা নিহত ও আহত হয়েছে অনেকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর