গত ২৪ জুন আমেরিকার ফ্লোরিডায় ধসে পড়ে ১২তলা একটি ভবন। এতে কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। সাউথ ফ্লোরিডার ‘চ্যাম্পলিন টাওয়ার’ নামের ওই ভবনের ৯ম তলার একটি বাসায় থাকতো ‘ব্লিক্স’ নামের একটি বিড়াল। ধসে পড়ার ১৬ দিন পর সেটিকে ধ্বংসস্তূপের নিচে জীবন্ত করা হয়েছে। শুক্রবার অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিড়ালটি খুঁজে পান উদ্ধারকারীরা। ইতোমধ্যে সেটিকে মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
এদিকে, শুক্রবারও ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয় ১৪ বাসিন্দার দেহাবশেষ।
উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর পরিচয় শনাক্তে চলছে ময়নাতদন্ত। এখনও নিখোঁজ চ্যাম্পলিন টাওয়ারের ৬১ বাসিন্দা। তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। কিন্তু, লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য চলছে অনুসন্ধান। দুর্ঘটনায় নিহতদের অনেকের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে পরিবার-স্বজনরা।
গত ২৪ জুন হঠাৎই ধসে পড়ে সার্ফসাইড এলাকার ১২তলা ভবনটির একাংশ। পরবর্তীতে ত্রুটিপূর্ণ ভবনটিকে বিস্ফোরকের মাধ্যমে পরিকল্পিত উপায়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সূত্র: নিউইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/কালাম