সৌদি আরব দেশটির এক সাবেক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে দু’টি মামলা দায়ের করেছে। ওই গোয়েন্দা কর্মকর্তার নাম সাদ আল জাবরি। এতে করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের গোপন তথ্য ফাঁস ঠেকাতে তাই বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ করতে যাচ্ছে আমেরিকা।
সৌদির সাবেক গোয়েন্দা কর্মকর্তা আল জাবরি দীর্ঘদিন ধরে আমেরিকার সঙ্গে গোপনীয় সন্ত্রাসবাদ বিরোধী অপারেশন নিয়ে কাজ করেছেন। আর এতেই আমেরিকার আশঙ্কা তাদের রাষ্ট্রীয় গোপন তথ্য বেহাত হতে পারে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আল জাবরির মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের প্রকাশ ঘটলো এই মামলার মাধ্যমে। আল জাবরিকে ইন্ধন দিয়ে আসছিলেন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। ২০১৭ সালে প্রাসাদ ষড়যন্ত্রের মাধ্যমে মোহাম্মদ বিন নায়েফকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সৌদি আরবের রাজ পরিবারের শীর্ষ স্তরে শেক্সপিয়ারিয়ান বিরোধিতার ওপরই আলোকপাত করছে এই আইনি লড়াই। তবে তাদের এই আইনি লড়াইয়ে মার্কিন গোপন তথ্য ফাঁসের আশঙ্কায় আছে ওয়াশিংটন। এপ্রিলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় ম্যাচাসুটেসের এক আদালতে একটি বিরল আবেদন করে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তামূলক কার্যক্রমের ব্যাপারে উদ্বেগজনক তথ্য দেওয়ার উদ্দেশ্য ছিল আল জাবরির। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/আবু জাফর