উড়ন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করলেন এক নারী। এ জন্য তাকে বেঁধে রাখতে বাধ্য হন বিমানকর্মীরা। এই ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। টেক্সাস থেকে নর্থ ক্যারোলিনা যাওয়ার পথে গত মঙ্গলবার আমেরিকান এয়ারলাইন্সে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই নারী মধ্য আকাশে উড়ন্ত বিমানের দরজা খুলে লাফিয়ে নামার চেষ্টা করেন। বিমানকর্মীরা প্রথমে তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই নারী অসংলগ্ন আচরণ করতে থাকলে বাধ্য হয়ে তাকে টেপ দিয়ে সিটের বেঁধে রাখেন তারা। তিন ঘণ্টার ফ্লাইটে ওই নারী নার্ভাস ব্রেকডাইনের শিকার হয়ে ওই অসংলগ্ন আচরণ শুরু করেন।
ওই নারীকে এভাবে টেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে রাখার সমালোচনা করেছেন অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ