২৪ জুলাই, ২০২১ ২৩:২০

ইসরায়েলকে সাহায্যকারীদের কর মওকুফ নয়, মার্কিন কংগ্রেসে রাশিদা

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে সাহায্যকারীদের কর মওকুফ নয়, মার্কিন কংগ্রেসে  রাশিদা

ফাইল ছবি

নিরীহ ফিলিস্তিনিদের উপর আবারও বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বিষয়টি নিয়ে অনেক দেশ ও সংস্থা সরব হলেও কানে তুলছে ইসরায়েল। এবার, ইসরায়েলি বসতি স্থাপনে সাহায্যকারীদের কর মওকুফ বন্ধে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগকে আহ্বান জানিয়েছেন দেশটির কংগ্রেসের সদস্য রাশিদা তালিব ও তার প্রগতিশীল বন্ধুরা। সম্প্রতি মার্কিন কংগ্রেসে এ আহ্বান জানানো হয়। মিডলইস্ট আই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

জানা গেছে, মার্কিন কংগ্রেসে এমন দাবি জানানোর পরদিনই গতকাল শুক্রবার পশ্চিম তীরের কাছে বাইতা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদ করা এই হামলা চালানো হয় বলে খবর প্রকাশ করেছে টিআরটি ওয়ার্ল্ড।

গণমাধ্যমটি বলছে, আহতদের মধ্যে তাজা গুলিবিদ্ধ হয়ে নয়জন, রাবারে মোড়ানো গুলিবিদ্ধ হয়ে ৩৪ জন এবং কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে ৮৭ জন আহত হয়েছেন। উল্লেখ্য, এদিন স্থানীয় কৃষকদের কৃষিজমি দখলে নিয়ে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে শত শত ফিলিস্তিনি বাসিন্দার অংশ গ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভে এই ন্যাক্কারজনক হামলা চালায় ইসরায়েলি সেনারা।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর