৩০ জুলাই, ২০২১ ০৯:০০

প্রথম স্ত্রীকে পাঠানো স্বামীর মেসেজ লুকিয়ে পড়ায় জরিমানাসহ কারাদণ্ড দ্বিতীয় স্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রথম স্ত্রীকে পাঠানো স্বামীর মেসেজ লুকিয়ে পড়ায় জরিমানাসহ কারাদণ্ড দ্বিতীয় স্ত্রীর

প্রতীকী ছবি

দ্বিতীয় স্ত্রী থাকা সত্ত্বেও প্রথম স্ত্রী, সন্তান বেশি গুরুত্ব পাচ্ছিলেন। সন্দেহ বশত স্বামীর অনুপস্থিতিতে প্রথম স্ত্রীকে পাঠানো মেসেজ লুকিয়ে পড়তেন দ্বিতীয় স্ত্রী। 

স্বামীর ফোন খুলে সেই মেসেজ, ই-মেইল পড়েই প্রতিদিন তুমুল অশান্তি লেগেই থাকত। আর এই দোষেই কঠোর শাস্তি পেলেন দ্বিতীয় স্ত্রী।  সংযুক্ত আরব আমিরাতে এই শাস্তির কারণ শুনে হতবাক সকলে। 

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন তার স্বামী। অভিযোগ জানানোর সময় তিনি জানান, সন্দেহ থেকে তার দ্বিতীয় স্ত্রী ফোন, ল্যাপটপ থেকে প্রথম স্ত্রী, সন্তানকে পাঠানো মেসেজ পড়তেন। ধীরে ধীরে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে। বিচ্ছেদ হয় তাদের। এতকিছুর জন্য দায়ী তার দ্বিতীয় স্ত্রী। 

ক্ষতিপূরণ বাবদ দ্বিতীয় স্ত্রীর কাছে সেই ব্যক্তি মোটা অঙ্কের টাকাও দাবি করেছেন। স্বামীর অভিযোগের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রীকে একমাসের কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেন আদালত। এমনকি ২ লাখ টাকাও জরিমানাও করা হয়েছে। 

সূত্র- দুবাইলাদ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর