৬ আগস্ট, ২০২১ ০৭:০০

যৌথ মহড়ায় ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

যৌথ মহড়ায় ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সামরিক সদস্য একসঙ্গে দুই সপ্তাহের একটি মহড়ায় অংশ নিচ্ছেন। গত ১ আগস্ট এটি শুরু হয়েছে, শেষ হবে ১৪ আগস্ট। দ্বীপ প্রতিরক্ষা বিষয়ের এই অনুশীলন সুমাত্রা, কালিমান্তন এবং সুলাওয়েসি জুড়ে চলবে। 

বুধবার দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই মহড়ায় ২ হাজার ১০০ ইন্দোনেশিয়ান সামরিক সদস্য অংশ নিচ্ছেন। অন্যদিকে মার্কিন বাহিনীর সদস্য ১ হাজার ৫০০। গারুডা শিল্ড এক্সারসাইজের অংশ হিসেবেই এবারের অনুশীলন করা হচ্ছে। আকারের দিক থেকে এই মহড়া দুই দেশের মধ্যে সর্ববৃহৎ।

আমেরিকান সৈন্যরা জুলাইয়ের শেষের দিকে করোনাভাইরাস আচ্ছন্ন ইন্দোনেশিয়ায় এসেছে। অবতরণের পর তাদের করোনা পরীক্ষাও করা হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর