মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, নিজেদের ভাগ্য বাজিয়ে দেখবেন না। রাশিয়া ন্যাটো জোটের সদস্য হচ্ছে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী।
সের্গেই ল্যাভরভ সাংবাদিকদের কাছে অনেকটা হাস্যরস করে এই মন্তব্য করেন- যেন বৈঠকে বসার আগে অনেকেই জল্পনা করে থাকতে পারেন যে, ব্রাসেলস মস্কোকে সদস্য হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করতে পারে।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক