ফের পশ্চিম তীর ও জেরুজালেমে দখলদার ইসরায়েলি বাহিনী নারীসহ দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার পশ্চিম তীরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেনিনের আল সিলাহ আল হারিথিয়া গ্রামে ২২ বছর বয়সী আলা নাসের মোহাম্মদ জায়ুদ ও জেনিনের দক্ষিণের কাবাতিয়া গ্রামে ইসরা খুজাইমাকে গুলি করে হত্যা করা হয়।
এ খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, জায়ুদের গায়ে চারটি বুলেট বিদ্ধ হয়েছে। দু'টি তার বুকে লেগেছে, একটি তার ঘাড়ে এবং অন্যটি তার ডান উরুতে আঘাত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খুব কাছ থেকে তাকে গুলি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এবং তাদের জিপ গাড়ি দিয়ে জায়ুদকে ঘিরে রাখা হয়। কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়া হয়নি।
সূত্র : আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/শফিক