হাজার কোটির বেশি টাকা খরচ করেও ট্রেনের ভেতর বা স্টেশনে পানের পিক ফেলা বন্ধ করতে পারেনি ভারতীয় রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে এর পেছনে গ্যালন গ্যালন পানি আর ১২শ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু লাভের মুখ দেখেনি কর্তৃপক্ষ।
আর সেজন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পানের পিক ফেলা ঠেকাতে এবার পিক ফেলার জন্য ‘ইজিস্পিট’ নামে ছোট ছোট প্যাকেট বা পিকদানি বিতরণ করার কথা ভাবছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
ভারতীয় রেল কর্তৃপক্ষ তরফে বলা হচ্ছে, পরিবেশবান্ধব এই পিকদানি সহজেই বহন করা যাবে, ব্যবহারও করা যাবে ১৫ থেকে ২০ বার। শুরুতে ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় পাওয়া যাবে পিকদানিগুলো। কয়েকটি স্টেশনে ইতোমধ্যে এর ব্যবহার শুরুও হয়েছে।
জানা গেছে, পিকদানিগুলো ব্যবহার করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে সহায়তা করবে। ফলে এগুলোকে যেকোনো জায়গায় ফেলে দিলে কোনো অসুবিধা নেই।
পান, গুটকার পিক বা থুতুর কারণে ভারতীয় রেলের প্রতি বছর লাখ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয়। ট্রেনের বগি, মেঝে বা দেওয়ালে লেগে থাকা পিক বা থুতুর দাগ তুলতেও নষ্ট হয় প্রচুর পানি। এ জন্যই বহুদিন ধরে এ সমস্যা সমাধানের একটা উপায় খোঁজা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আবু জাফর