ইয়েমেনের সাবওয়া এবং মা’রিব প্রদেশে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে দেশটির সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। কৌশলগত এ দুটি প্রদেশে অভিযান চালিয়ে তারা ৩,২০০ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে। ওই এলাকায় সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অবস্থান করছিল।
রবিবার সন্ধ্যায় রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মা’রিব ও সাবওয়া প্রদেশে চালানো অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিশাল এই অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।
জেনারেল সারিয়ি জানান, সাবওয়া ও মা’রিব প্রদেশের তিনটি এলাকার মুক্ত হওয়া অঞ্চলের আয়তন ৩,২০০ বর্গ কিলোমিটার। এই অভিযানে শত শত সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত ও আটক হয়েছে। এর মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও এবং আল-কায়েদার বহু সন্ত্রাসী রয়েছে।
মা’রিব প্রদেশে কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে ইয়েমেনের সামরিক বাহিনী। এরইমধ্যে প্রদেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছে তারা।
বিডি প্রতিদিন/কালাম