সিরিয়ার সামরিক বাহিনী কড়া জবাব দিলো ইসরায়েলকে। ইহুদিবাদী দেশটির সর্বশেষ আগ্রাসনে ব্যবহার করা আটটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিই ভূপাতিত করেছে সিরিয়া। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপ প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত একথা জানান।
গত সোমবার স্থানীয় সময় রাত ৮টা ১৬ থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের ছয়টি এফ-১৫ জঙ্গিবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে সিরিয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এ সময় আটটি গাইডেড মিসাইল ইহুদিবাদী সেনারা হোমস প্রদেশের সামরিক অব্স্থান লক্ষ্য করে নিক্ষেপ করে।
এ ব্যাপারে অ্যাডমিরাল কুলিত জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পানৎশির-এস এবং বাক-এম২ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ছয়টি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ভূপাতিত করেছে। রুশ সারমরিক কর্মকর্তারা জানান, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কারো প্রাণহানি হয়নি।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক