ব্রিটেনে যাওয়ার চেষ্টা করা দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। জানা গেছে, অস্থায়ীভাবে তৈরি করা বিভিন্ন নৌকা যোগে তারা ইংলিশ চ্যানেল হয়ে যাচ্ছিল, এসময় তাদের উদ্ধার করা হয়। ফরাসি কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে এমন জানিয়েছে। খবর এএফপির।
গণমাধ্যমটি জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পৃথক সাতটি অভিযান চালিয়ে ২১০ জনকে উদ্ধার করে ফ্রান্সের উত্তর উপকূলে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদেরকে কালাইসে ফেরত পাঠানো হয়েছে এবং সীমান্ত পুলিশ তাদের দেখভাল করছে।
উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিক থেকে সমুদ্র পথ পাঁড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ব্যস্ত নৌ পথ হওয়ায় এ পথ অতিক্রম করা অনেক ঝুঁকিপূর্ণ কর্তৃপক্ষ এমন সতর্ক বার্তা দেয়া সত্ত্বেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক