ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর ডিফেন্স স্টাফদের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তারই সহকর্মী আরেক তরুণী স্টাফ। প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে এক বিদায় অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
ফরাসি পুলিশ জানিয়েছে, ধর্ষিত হওয়ার পর ভিকটিম এলিসি প্রাসাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে হাজির হন এবং ওই রাতেই ধর্ষণের বিরুদ্ধে রিপোর্ট করেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পুলিশ আরো তদন্ত করতে চায়। এদিকে, এ ঘটনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে ফ্রান্সে।
বিডি-প্রতিদিন/শফিক