ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল নিক কার্টারের আশঙ্কা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পশ্চিমারা। তিনি বলেছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে বর্তমানে রাশিয়া ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে দুর্ঘটনাবশত যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আজ শনিবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পরাশক্তিদের সতর্ক করে জেনারেল কার্টার আরও জানিয়েছেন, আমাদের রাজনীতির যুদ্ধ প্রবণতার কারণে উত্তেজনা থেকে ভুল হতে পারে। এটা যাতে না হয় এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি বেলারুশের বিরুদ্ধে অভিবাসীদের পোল্যান্ডে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, কৃষ্ণ সাগরে অনির্ধারিত ন্যাটো মহড়া মস্কোর জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।
এ কারণে গত কয়েক সপ্তাহ জুড়ে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। তাই ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল নিক কার্টারের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
বিডি-প্রতিদিন/শফিক