পবিত্র কোরআন শিক্ষা না দেয়ায় ২টি বেসরকারি স্কুলে তালা ঝুলিয়েছে পাকিস্তানের শিক্ষা অধিদফতর। অধিদফতর জানিয়েছে, পবিত্র কোরআন শিক্ষা না দেওয়ার অভিযোগে ওই দুটি বেসরকারি স্কুলকে সিল করে দেওয়া হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, এমন পদক্ষেপ নেওয়ার আগে আগাম নোটিশ দেওয়া উচিৎ ছিল, কিন্তু আমরা কোনো নোটিশ পাইনি।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। বলা হয়েছে, লাহোর হাইকোর্টের নির্দেশ মোতাবেক সরকারি বেসরকারি নির্বিশেষে বিভিন্ন স্কুলে নজরদারি করা হয়। সেখানের স্কুলগুলোতে বাধ্যতামূলক কোরআন শিক্ষা কতটা মেনে চলা হচ্ছে তা নিশ্চিত করতে বিচারকদের নিয়োজিত করা হয়েছে। এই নজরদারির অঙ্গ হিসাবে বিভিন্ন স্কুলে পরিদর্শনও করছেন তারা।
স্কুল দুটি তা না করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে শিক্ষা দফতরের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা জাফর খান সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলে পবিত্র কোরআন পড়া বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন। না হলে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কোথাও এই নির্দেশের অমান্য করা হচ্ছে কিনা তা জানতে বিভিন্ন স্কুলে পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়।
উল্লেখ্য, স্কুল শিক্ষা দফতরের নির্দেশ মেনে গ্রেড -১ এর পড়ুয়াদের জন্য পবিত্র কোরআনি কায়দা শেখানো বাধ্যতামূলক। গ্রেড-২ পড়ুয়াদের জন্য ১ ও ২ নম্বর পারা পড়ানোও বাধ্যতামূলক। গ্রেড-৩ পড়ুয়াদের জন্য ৪-৮ নম্বর পারা শেখানোর কথা বলা হয়েছে। গ্রেড-৬ এর পর থেকে পবিত্র কোরআন ও তাঁর অনুবাদ পড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক