শিরোনাম
৭ ডিসেম্বর, ২০২১ ১০:৫৪

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫ হাজার কোটি ডলারের মামলা

অনলাইন ডেস্ক

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫ হাজার কোটি ডলারের মামলা

গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের (মেটা) বিরুদ্ধে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা ওই মামলা করেন। 

এদিকে ব্রিটিশ আইনজীবীদলও মামলা শুরুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুককে গণহত্যার তথ্য না মুছতে আইনি নোটিশ পাঠিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানে দেশটির কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা গণহত্যার শিকার হয়। তখনকার বিভিন্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলায় বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে। এর ক্ষতিপূরণ হিসেবে তারা ১৫ হাজার কোটি ডলার দাবি করছে।

ফেসবুক অর্থনৈতিকভাবে লাভবান হতে উসকানিমূলক ভিডিও, সহিংসতা এবং অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখতে উৎসাহিত করেছে। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বেড়েছে এবং তা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

মানবাধিকার সংগঠন গ্লোবাল উইটনেসের প্রচারক নাওমি হার্স্ট বলেন, ‘বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উসকানি, ঘৃণ্য প্রচারণার মাধ্যমে বিশ্বে বড় ক্ষতি করছে। তাদের জবাবদিহি করতে হবে। আমরা আমাদের অনুসন্ধানে ফেসবুকের উসকানিমূলক ভিডিও দেখতে ব্যবহারকারীদের উৎসাহিত করার প্রবণতা দেখছি।’

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর