১৬ জানুয়ারি, ২০২২ ২২:৫২

যে কারণে ধনী বিদেশিদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

অনলাইন ডেস্ক

যে কারণে ধনী বিদেশিদের নাগরিকত্ব দেবে পাকিস্তান

পাকিস্তানে বিদেশি পর্যটক (ছবি ডনের)

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে ইমরান খানের সরকার এবার এক নতুন নীতি ঘোষণা করেছে। নতুন এই নীতিতে বলা হয়েছে, ধনী বিদেশি নাগরিকেরা চাইলে পাকিস্তানে স্থায়ীভাবে থাকার (পার্মানেন্ট রেসিডেন্সি) অনুমতি পেতে পারেন। তারা চাইলে পাকিস্তানের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগও করতে পারবেন।

আজ রবিবার সকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইট করে এমনটাই জানিয়েছেন। তিনি জানান, ‘নতুন এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই অর্থনীতি সংক্রান্ত এই নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।’ এই মন্ত্রী দাবি করেন, ‘এ এক ঐতিহাসিক পদক্ষেপ। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম বার বিদেশি শিল্পপতিরা আবাসন শিল্পে লগ্নি করতে পারবেন।’

যদিও পাকিস্তানের বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য, সন্ত্রাস, অর্থনীতি-সহ নানা সমস্যায় জর্জরিত ওই দেশে বিদেশি ধনকুবেররা কতটা লগ্নি করবেন এবং আদৌ তারা এ দেশে স্থায়ী ভাবে থাকতে আগ্রহী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সূত্র : ডন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর