ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হল ব্রাহ্মস। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে ২০০৫ সালে তৈরি করা হয় এই মিসাইল।
বৃহস্পতিবার দেশটির ওড়িশা উপকূলে ব্রাহ্মস সুপারসনিক মিসাইলের নতুন ভার্সনের সফল পরীক্ষা চালায় ভারত। ক্ষেপণাস্ত্রটি নতুন প্রযুক্তিগত আপডেট করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর অন্যতম শক্তি এটি। এবার সেটিকেই নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। শব্দের চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে যায়।
সম্প্রতি ফিলিপাইনসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের থেকে ব্রাহ্মস কেনার জন্য চুক্তি করেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম
ৃ