২১ জানুয়ারি, ২০২২ ২০:৪৭

তিউনিশিয়ায় নৌকাডুবিতে অন্তত ১১ অভিবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

তিউনিশিয়ায় নৌকাডুবিতে অন্তত ১১ অভিবাসীর মৃত্যু

প্রতীকী ছবি

তিউনিশিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছিলেন। এ ঘটনায় কোস্টগার্ড আরও ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। 

আজ শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানায় বলে খবর প্রকাশ করেছে রয়টার্স। তিনি জানান, কোস্টগার্ড এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করেছে। আরও ছয়টির বেশি মরদেহ উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ভূমধ্যসাগরের এক তীরে এশিয়া ও আফ্রিকা, অপর তীরে ইউরোপ। গত কয়েক বছর ধরে উপকূলবর্তী লিবিয়া ও তিউনিশিয়া থেকে সাগরপথে অবৈধভাবে ইউরোপের ইতালি বা স্পেনে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসনপ্রত্যাশীদের।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর