২৫ জানুয়ারি, ২০২২ ১১:৪৮

মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন; বাইডেনের বিরুদ্ধে রিপোর্টারকে গালি দেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন; বাইডেনের বিরুদ্ধে রিপোর্টারকে গালি দেওয়ার অভিযোগ

জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুটহাট মন্তব্য করে বার বার সমালোচিত হয়েছেন। সে তুলনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন ব্যতিক্রম। কিন্তু এবার তাকে ঘিরেও সমালোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাংবাদিককে গালি দিয়েছেন বাইডেন।

ফক্স নিউজের এক রিপোর্টার মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করেছিলেন বাইডেনকে। এরপরই তার উদ্দেশে কুরুচিকর শব্দ উচ্চারণ করেন বাইডেন। আর তা ধরা পড়েছে ক্যামেরায়।

জানা গেছে, ওই রিপোর্টারের নাম পিটার ডকি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের সময় বর্ধিষ্ণু মুদ্রাস্ফীতি বাইডেনের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কী না - তা জানতে চেয়েছিলেন পিটার। রসিকতা করে বাইডেন বলেন, ‌‘আরও বেশি মুদ্রাস্ফীতি - অনেক বড় সম্পদ।’ এরপরই রিপোর্টারকে গালি দেন বাইডেন।  

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর