ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এই সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব মস্কোকে নিয়ে ব্যস্ত। এর মধ্যে মার্কিন জেনারেল তাদের আরেক প্রতিদ্বন্দ্বী দেশ চীনকে নিয়ে সতর্ক করলেন।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক বিমান বাহিনীর জেনারেল কেনেথ উইলসবেচ বলেন, ইউক্রেন সংকটের মধ্যে চীন এশিয়ায় উসকানিমূলক কিছু করতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে চীনের বেশ সখ্য রয়েছে। পুতিন সম্প্রতি চীন সফর করেন। বৈঠক শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন– দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রের কোনো ‘সীমানা’ নেই।
এ কারণেই মূলত যুক্তরাষ্ট্রের ভয়। সেই ভয় থেকেই মার্কিন জেনারেল কেনেথ উইলসবেচ বলেন, চীন ইউরোপের ঘটনায় নজর রাখছে। ইউক্রেন সংকটের মধ্যে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কিছু একটা করার চেষ্টা করতে পারে। এটা অবশ্যই ‘উদ্বেগের বিষয়’ বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা