ইউক্রেন সীমান্ত খেকে সেনা সরিয়ে নেওয়ার রুশ দাবিকে মিথ্যা বলছে যুক্তরাষ্ট্র। উল্টো ওয়াশিংটনের অভিযোগ সীমান্তে আরো অতিরিক্ত সাত হাজার সেনা পাঠিয়েছে মস্কো। খবর বিবিসি।
ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, যেকোনো সময় মিথ্যা অজুহাতে ইউক্রেনে সেনা অভিযান চালাতে পারে রাশিয়া। যদিও মস্কোর দাবি, মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে অনেক সেনা সরিয়ে নেয়া হয়েছে। এখনও সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান। যদিও পশ্চিমা মার্কিন মিত্ররা বলছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি রুশ প্রশাসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, উত্তেজনা কমাতে রাশিয়ার সত্যিকারার্থেই কার্যকরী ব্যবস্থা নেয়া উচিত। এ বিষয়ে তিনি জার্মান চ্যান্সেলরের সাথেও ফোনে কথা বলেছেন।
রাশিয়া বারবারই ইউক্রেনে আক্রমণ চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়ে আসছে। যদিও এখনও ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি অস্ত্রেসস্ত্রে সুসজ্জিত রুশ সেনা অবস্থান করছে। তারপরও রাশিয়া বলছে, অহেতুক যুদ্ধ আতঙ্কে ভুগছে পশ্চিমা বিশ্ব।
বিডি প্রতিদিন/নাজমুল