হিজবুল্লাহ’র প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, তার সংগঠনের যোদ্ধারা নিজেরাই ক্ষেপণাস্ত্র ও ড্রোন বানাচ্ছে। তারা ইচ্ছা করলে এসব ক্ষেপণাস্ত্রকে প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় নাসরুল্লাহ এই তথ্য জানান। হাসান নাসরুল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্য নিজেরাই ড্রোন বানানো শুরু করেছি এবং যে কেউ তা কিনতে চাইলে তারা অর্ডার দিতে পারে।’
সাইয়্যেদ নাসরুল্লাহ আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল অন্যদের যুদ্ধের হুমকি দেয় কিন্তু তারা একথা ভালো করেই জানে যুদ্ধ শুরু হলে তাদের কতটা মূল্য দিতে হবে। তিনি বলেন, ইসরায়েলি হুমকি নস্যাৎ করার জন্য হিজবুল্লাহ তাদের ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে পারে।
উল্লেখ্য, আগামী কয়েক মাস পর এ সংগঠনের বয়স ৪০ বছর পূর্ণ হবে। এমন সময়ে হিজবুল্লাহ মহাসচিব তাদের হাতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র থাকার তথ্য জানান। সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/আবু জাফর