জাপানে বিদেশি প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল হতে যাচ্ছে আগামী পহেলা মার্চ। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, দেশে আগত বিদেশিদের প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী কিশিদা আরও বলেন, বিদেশিদের প্রবেশাধিকার সংখ্যার সর্বোচ্চ সীমা বাড়িয়ে নেয়া এবং বিশেষ শর্তের আওতায় বিদেশিদের আগমনের বিষয়টি বিবেচনা করে দেখছে সরকার।
বিদেশিসহ জাপানে প্রবেশের দৈনিক সর্বোচ্চ সংখ্যা সাড়ে ৩ হাজার থেকে ৫ হাজার করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ক্ষমতাসীন জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কোমেইতো প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করে দেখার আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় সরকার এ ঘোষণা দিয়েছে। সূত্র : দ্য জাপান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক