ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এক নজরে দেখে নিন বৃহস্পতিবার সারাদিন যা ঘটেছে:-
১. রুশ প্যারাট্রুপাররা ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর রুশ ও ইউক্রেন সৈন্যদের লড়াই চলছে।
২. বিমানঘাঁটি পুনঃনিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
৩. ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দর শহর মারিউপলে ব্যাপক গোলাবর্ষণ।
৪. চেরনোবিল নামে যে শহরে পারমাণবিক দুর্ঘটনা হয়েছিল সেখানে তুমুল লড়াই। শেষ পর্যন্ত চেরনোবিল পারমাণবিক প্লান্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রুশ বাহিনী।
৫. ইউক্রেনে প্রতিবেশী মলডোভা এবং রোমানিয়ায় ঢুকেছে হাজার হাজার ইউক্রেনীয়।
৬. বৃহস্পতিবার সারাদিনের অভিযানে ইউক্রেনের ১৩৭ জন নিহত ও ৩১৬ জন আহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জানিয়েছেন।
৭. ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার দিনভর ২০৩টির বেশি হামলা চালায় রাশিয়া।
৮. ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। কিয়েভে প্রতিদিন রাত ১০টা থেকে স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ থাকবে।
৯. ইউক্রেনের ৭৪ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া।
১০.রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন- রাশিয়া এখনও সংলাপের জন্য প্রস্তুত
বিডি প্রতিদিন/কালাম