ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়।
হামলার দ্বিতীয় দিন শুক্রবার সকালেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইউক্রেনের দাবি, তারা একটি রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। পরে সেটি নয়তলা একটি আবাসিক ভবনের ওপর পড়ে আগুন ধরে যায়।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেনকো এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে বিমানটি মানুষ চালিত ছিল কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স, বিবিসি
বিডি প্রতিদিন/কালাম