রাশিয়ার নৌবাহিনী এবং ইউক্রেনের সেনাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি অডিও ভাইরাল হয়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, কৃষ্ণসাগরে একটি দ্বীপে এই ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের স্নেক দ্বীপে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ আসে।
জাহাজটি থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশ্য করে রাশিয়ার এক কর্মকর্তা বলেন— এটা সামরিক জাহাজ, এটা রাশিয়ার সামরিক জাহাজ। আমরা তোমাদের অস্ত্র পরিত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। রক্তপাত বন্ধ এবং অপ্রয়োজনীয় হতাহত বন্ধে এমন পদক্ষেপ উল্লেখ করে রুশ কর্মকর্তা বলেন, আত্মসমর্পণ না করলে তোমাদের ওপর বোমা বর্ষণ করা হবে।
রুশ নৌবাহিনীর এমন আহ্বানে ইউক্রেনের সেনাদের বলতে শোনা যায়, রাশিয়ার যুদ্ধবিমান গো ফা* ইউরসেল্ফ।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন, ইউক্রেনের যে সেনারা স্নেক দ্বীপ রক্ষা করছিলেন তারা সবাই নিহত হয়েছেন। তিনি বলেন, সব সীমান্তরক্ষীরা বীরোচিতভাবে নিহত হয়েছেন, কিন্তু তারা সীমান্ত ছাড়েননি। তাদেরকে মরণোত্তর ‘ইউক্রেনের বীর’ হিসেবে ভূষিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিডি প্রতিদিন/কবিরুল