রাজধানী শহর কিয়েভে ইউক্রেনের সোখই-এসইউ-২৭ নামে একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
ইউক্রেনের উপ স্বরাষ্ট্রমন্ত্রী এভগেনি ইয়েনিন এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের জরুরি কাজে নিয়োজিত বাহিনী টুইটারে একটি ছবি শেয়ার করেছে। এতে দুই তলা একটি ভবনে বিমান ভেঙে পড়ার পর আগুন জ্বলতে দেখা গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি এটা এসইউ বিমানের ধ্বংসাবশেষ কিনা।
ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় আজ শুক্রবার ভোরের দিকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, গতকাল দেশটির ব্রোভারি শহরের একটি সেনাঘাঁটিতে হামলার সময়ও একই ধরনের শব্দ শোনা গিয়েছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই ব্রোভারি শহর।
গতকাল বৃহস্পতিবার রাশিয়া ওই শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়।
আজ ইউক্রেনে রাশিয়ার হামলার দ্বিতীয় দিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় তার দেশের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩১৬ জন।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কবিরুল