রাশিয়ার আক্রমণের মুখে মিত্রদেশগুলোর কাছে সমর্থন প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পোলিশ প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ ডুডার কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন। রাশিয়াকে আলোচনার টেবিলে বসাতে তিনি ‘যুদ্ধবিরোধী জোট’ গঠনেরও আহ্বান জানিয়েছেন।
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা স্বাধীনতা এবং মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করছি। আমাদের কার্যকর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন, আমাদের যুদ্ধবিরতি জোট গঠন করা প্রয়োজন।
ইউক্রেন ন্যাটোর সদস্য রাষ্ট্র না হওয়ায় কিয়েভে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে পশ্চিমা জোটটি । তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ জোটের প্রভাবশালী দেশগুলো ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছে। তারা ইউক্রেনে প্রতিরক্ষা সামগ্রী পাঠিয়েছে।
এদিকে স্থানীয় সময় শুক্রবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, আজ সকালে আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। গতকালের মতোই বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।
বিডি প্রতিদিন/কবিরুল