রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে, এক টুইটে নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।’
রুশ সেনারা স্থানীয়দের তাদের সাথে যোগ দেয়ার জন্য উৎসাহ দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সাথে আরেক দল মানুষকে আশ্রয় চাওয়ার পরামর্শও দিচ্ছে রুশ সেনারা।
সামরিক বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসময় কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
বিবিসির প্রতিনিধিও কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা হামলা চালাচ্ছে সে বিষয়ে নিশ্চত কোনো তথ্য দিতে পারেনি বিবিসি।
সূত্র: ইউক্রেন সামরিক বাহিনী
বিডি প্রতিদিন/নাজমুল