পারমাণবিক অস্ত্রের ভয় দেখানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবা উচিৎ ন্যাটো জোটের কাছেও পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়াকে এমন পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইভেস লে ড্রিয়ান।
তিনি বলেন, `পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন এটা বুঝতে হবে যে, ন্যাটোতে থাকা অনেক দেশের কাছেই পারমাণবিক অস্ত্র আছে।'
‘ইউক্রেন ইস্যুতে কেউ নাক গলালে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরিণতির স্বীকার হবে’ রুশ প্রেসিডেন্টের এমন হুমকির জবাবেই পাল্টা হুঁশিয়ারি দেয় ফ্রান্স। ‘পুতিনের এ বক্তব্য ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কি না’ এমন প্রশ্নের জবাবে লে ড্রিয়ান বলেন, ‘তাঁর এমনটিই মনে হয়েছে। পুতিনের কথার অর্থ এমনটিই বোঝা গেছে।’
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল