ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাজধানী কিয়েভ থেকে একটি ভিডিও প্রকাশ করেছেন। যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “আমরা সবাই এখানে আছি। আমাদের সামরিক বাহিনী এখানে আছে। সমাজের নাগরিকরা এখানে। আমরা সবাই এখানে আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করছি এবং এটি এভাবেই থাকবে।”
সামরিক-শৈলীর পোশাক পরে এবং তার প্রধানমন্ত্রী, স্টাফ প্রধান এবং অন্যান্য সিনিয়র সহযোগীদের সঙ্গে দাঁড়িয়ে, জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চাপের প্রতিক্রিয়া জানান। শুক্রবার কিয়েভের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের বাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাদের সংক্ষিপ্ত সংঘর্ষ হয়। সূত্র: ডেইলি মেইল, এনডিটিভি
বিডি প্রতিদিন/আরাফাত