যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আরও ৩৫০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছেন।
সিএনএনের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে প্রেসিডেন্ট বাইডেন তাৎক্ষণিকভাবে এই অর্থ ছাড় করার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার হামলার মধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের এটা তৃতীয় পর্যায়ের অর্থ সহায়তা। এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভকে দুই ধাপে ৬০ মিলিয়ন ডলার এবং ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের নির্দেশে বৃহস্পতিবার তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৪০ মিনিট টেলিফোন আলাপ করেন। এই ফোনালাপে দুই দেশের প্রেসিডেন্ট প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি সহায়তা চেয়ে আহাকার করছেন। তিনি বলছেন, মিত্রদেশগুলোর কাছ থেকে তিনি যে মাত্রায় সহায়তা প্রত্যাশা করেছিলেন, তেমনটি পাচ্ছেন না।
রাশিয়াকে মোকাবেলায় ন্যাটো জোট ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। কারণ হিসেবে পশ্চিমা সামরিক জোটটি বলছে, ইউক্রেন ‘ন্যাটো জোটের সদস্য না’।
রাশিয়া-ইউক্রেন সংকট শুরু মূলত ন্যাটোকে ঘিরে। ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন। এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।
বিডি প্রতিদিন/কবিরুল