রাশিয়ার সেনাবাহিনী খারকিভের গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের ‘স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন প্রোটেকশন’ জানিয়েছে, ‘রাশিয়ার সেনারা খারকিভের একটি প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী পাইপলাইন উড়িয়ে দিয়েছে।’
টেলিগ্রাম অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, মাশরুশ আকৃতির একটি বিস্ফোরণে পাইপলাইটি উড়ে যায়।
তবে এই হামলায় গ্যাস সরবরাহ কতোটা ক্ষতিগ্রস্ত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার গ্যাস ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করার কাজ অব্যাহ রেখেছে ইউক্রেন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল