কিছু এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বন্ধ রেখেছে রাশিয়া। টুইটারের পক্ষ থেকে বিবিসিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, ‘আমরা অবগত হয়েছি রাশিয়ার কিছু মানুষের জন্য টুইটার ব্যবহার সীমিত করা হয়েছে। ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যবহার সহজলভ্য করতে আমরা কাজ করছি।’
শুক্রবার থেকে রাশিয়ায় ফেসবুক ব্যবহারেও বিধি-নিষেধ আরোপ করা হয়। রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম তদারককারি সংস্থার অভিযোগ, রাশিয়ার নাগরিকদের অধিকার ও স্বাধীনতা বিষয় লঙ্ঘন করছে ফেসবুক।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল