রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
খারকিভ প্রশাসনের প্রধান জানিয়েছেন, শহরে নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছে রুশ সেনারা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিছু রুশ সেনা ও গাড়ি খারখিভের রাস্তায় টহল দিচ্ছে।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে খারকিভ কর্তৃপক্ষ। খারকিভের প্রশাসন প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেন সেনাবাহিনী শত্রুদের নির্মূল করবে। কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হবেন না।’
বিডি প্রতিদিন/নাজমুল