রাশিয়ার সর্বাত্মক আক্রমণের তৃতীয় দিনে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীকে বাধা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাজধানী কিয়েভ ঘিরে চলছে রক্তক্ষয়ী লড়াই।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভ থেকে ৩ হাজারের বেশি মানুষকে আটক করেছে রাশিয়ার পুলিশ। এমনটাই জানিয়েছে ওভিডি-ইনফো নামের একটি প্রতিষ্ঠান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকে ইউক্রেনে ভয়াবহ হামলা শুরু হয়েছে। রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে ১ লাখ নাগরিক পোল্যান্ডে প্রবেশ করেছে। যারা পালিয়ে গেছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পোল্যান্ড সরকার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ