রাশিয়া জানিয়েছে ইউক্রেনের সাথে আলোচনায় বসতে এরইমধ্যে বেলারুশে পৌঁছেছে তাদের প্রতিনিধি দল। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেবল বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা বন্ধ করার শর্তেই মিনস্কে আলোচনা হতে পারে।’
আর এই শর্তে রাজি না থাকলে অন্য যেকোনো শহরে আলোচানা হতে পারে, তবে মিনস্কে নয়। তিনি বলেন, ‘যদি ওই ভূখণ্ড থেকে ইউক্রেনে কোনো হামলা না চালানো হয়, তবেই কেবল মিনস্কে আলোচনা হতে পারে। তাছাড়া অন্য যেকোনো শহরে আলোচনা হতে পারে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা শান্তি চাই, আলোচনায় বসতে চাই, যুদ্ধের সমাপ্তিও চাই। ওয়ারস, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকু যেকোনো জায়গায় রাশিয়া আমাদের সাথে আলোচনায় বসতে পারে। যে দেশের ভূখণ্ড থেকে আমাদের লক্ষ্য করে মিসাইল ছোড়া হয় না, এমন যেকোনো শহরেই আমরা আলোচনায় বসতে পারবো। এটাই সমঝোতার একমাত্র রাস্তা, সত্যিই যদি তারা যুদ্ধের সমাপ্তি চায়।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল