ভ্লাদিমির পুতিনকে সম্মানসূচক সভাপতি ও রাষ্ট্রদূত পদ থেকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন। আজ রবিবার বিবিসির খবরে তার এই পদ স্থগিতের কথা জানানো হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একজন জুডো ব্ল্যাকবেল্ট অর্জনকারী ব্যক্তি।
এর আগে ২০২২ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও রাশিয়া থেকে বাতিল করা কয়। সেই ফাইনাল এখন সেন্ট পিটার্সবার্গের পরিবর্তে প্যারিসে অনুষ্ঠিত হবে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ