ইউক্রেনে রাশিয়ার আক্রমণে হুঁশিয়ারি দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বলেছেন, খুব শিগগিরই রাশিয়া বুঝবে কত বড় মূল্য তাদের পরিশোধ করতে হয়।
রবিবার দেশটির সংসদের বিশেষ অধিবেশনে জার্মান চ্যান্সেলর এ মন্তব্য করেন।
ওলাফ শলৎস বলেন, গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউক্রেন নাগরিকদের প্রতিরোধে আমরা তাদেরকে অস্ত্র সহায়তা দেব। পুতিনের আগ্রাসন, সুতরাং আমরা চুপ থাকতে পারি না।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাতারাতি তার লক্ষ্য পরিবর্তন করবেন না মন্তব্য করে ওলাফ শলৎস বলেন, রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘জঘন্য’ মন্তব্য করে তিনি বলেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই।
জার্মানির প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়ে জার্মান চ্যান্সেলর বলেন, বাজেটের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সামরিক সরঞ্জাম বাবদ ১১২ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হবে।
বিডি প্রতিদিন/কবিরুল