মস্কোসহ রাশিয়ার প্রধান প্রধান শহরের ব্যাংক এবং এটিএম বুথগুলোতে দেশটির নাগরিকরা হুমড়ি খেয়ে পড়ছেন।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ব্যাংকগুলোতে অর্থসংকট সৃষ্টি হবে এই আতঙ্কে গ্রাহকরা আগাম অর্থ তোলার চেষ্টা করছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা ‘সুইফট’ থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ।
এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাত সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক অব রাশিয়ার হাতে যথেষ্ট সম্পদ রয়েছে।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। হামলার তিন দিনের মাথায় শনিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘোষণা দেয়
পশ্চিমা দেশগুলোর এই নিষেধাজ্ঞার ফলে ব্যাংক অব রাশিয়া নিজ দেশের ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বিদেশে সম্পদ বিক্রয় করতে পারবে না।
বিশ্লেষকদের বলছেন,সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল সোমবার বাজারগুলো খুললে বাজারে রুশ মুদ্রা রুবলের দাম পড়বে। এর প্রভাবে দেশটির নাগরিকেরা ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নিতে আরও ভিড় করবেন।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফিন্যান্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্লে লোয়েরি বলেন, নতুন এই নিষেধাজ্ঞা দেশটির ব্যাংকগুলোতে অর্থের সংকট আরও বাড়িয়ে তুলবে। নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতি ও ব্যাংকব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে।
বিডি প্রতিদিন/কবিরুল