রাশিয়ার সেনাবাহিনী মাত্র দুই ঘণ্টায় কিয়েভ দখল করবে— এমন বক্তব্যের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। দেশটিতে রুশ বাহিনীর হামলার চতুর্থ দিনে তিনি বলেন, ‘যারা দুই ঘণ্টায় কিয়েভ দখলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তারা কোথায়? আমি তাদের দেখতে পাচ্ছি না’।
ওলেকসি রেজনিকভ আরও বলেন, ইউরোপ ইউক্রেনের সেনাবাহিনী বা জনগণ ছাড়া কখনো নিরাপদ হবে না। সহজ কথায়, আমাদের ছাড়া ইউরোপ টিকে থাকতে পারবে না।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী লড়াই করার জন্য অস্ত্র হাতে প্রস্তুত থাকা সেনা, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সব বেসামরিক নাগরিকের প্রশংসা করেন।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিশ্ববাসী পরিস্থিতির দিকে নজর রাখছে। তিন দিন আগেও যে সহযোগিতা পাওয়া অসম্ভব ছিল, তা আমরা এখন পেতে যাচ্ছি। অনেকেই ভয়কে জয় করেছে এবং শেষ পর্যন্ত ক্রেমলিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত বৃহস্পতিবার জল, স্থল এবং আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনারা।
অভিযানের চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা বলছে, ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিনি/কবিরুল