রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো।
জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বিষয়টিকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলছে।’ এদিকে, যুক্তরাষ্ট্র সরকারও একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
উল্লেখ্য, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা। এর আগে, পুতিন ‘ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি’র পর এ ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/শফিক