ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যেই রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের পারমাণবিক সতর্কতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, এটি একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি বিপজ্জনক বৃদ্ধি-যা একটি ভুল হিসাবের ঝুঁকি বাড়ায়।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, এই পদক্ষেপটি প্রেসিডেন্ট পুতিনের প্যাটার্ন অনুসরণ করেছে ‘আরও আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার জন্য এমন উৎপাদন হুমকির অস্তিত্ব নেই।’
এর আগে রাশিয়ার কৌশলগত পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে 'বিশেষ সতর্কতায়' থাকতে নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রতি পশ্চিমাদেশগুলোর আচরণের কারণেই পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন