ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক শক্তি ইউনিটকে “বিশেষ সতর্কাবস্থায়” রাখার নির্দেশ দিয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, পারমাণবিক শক্তির দিক থেকে নিঃসন্দেহে সবার উর্ধ্বে রয়েছে রাশিয়া। তবে কি পরিপাণ পারমাণবিক বোমা দেশটির রয়েছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ফেডারেশন অব আমেরিকান সাইন্টিস এর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, রাশিয়ার কাছে ৫৯৭৭টি পারমাণবিক বোমা রয়েছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১১৮৫টি, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৮০০টি ও স্থলে উৎক্ষেপণ করা পারমাণবিক বোমা ৫৮০টি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তবে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইন্সটিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে। দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি। ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷
উল্লেখ্য, ১৯৮০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত, ৬৪ হাজারেরও বেশি পারমাণবিক বোমা ছিল পৃথিবী জুড়ে। এই সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। কিন্তু আরও অনেক দেশে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে। এসব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক