ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেড়েছে দাম। এমন পরিস্থিতিতে বুধবার সৌদি আরবে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বুধবার সৌদি আরবে পৌঁছান বরিস জনসন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতে সফর করেন তিনি।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১৪০ মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছায়। বাড়তি এই দামে লাগাম টানার চেষ্টা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশগুলোর নির্ভরশীলতা কাটিয়ে ওঠারও পথ খুঁজছেন তিনি।
সূত্র : এএফপি, এপি
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ