ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি রুশ ভূপাতিত মিসাইলের ধ্বংসাবশেষ আবাসিক ভবনে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে তিনজন।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২ মিনিটে দারনিস্কাই জেলায় ১৬-তলা একটি ভবনের উপর গিয়ে পড়ে মিসাইলটির ধ্বংসাবশেষ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থাটি এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এরই মধ্যে ভবন থেকে ৩০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মিসাইলের ধ্বংসাবশেষে লেগে যাওয়া আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।
উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার ২২তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২১ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম